নতুন ভূমি সার্ভার কবে খুলবে ? খাজনা দিতে পারতেছেন না কেন ? প্রতিনিধি আবেদন কিভাবে করবেন! land gov bd

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • প্রতিনিধি আবেদন কিভাবে করবেন!
    প্রতিষ্ঠানের আবেদন কিভাবে করবেন!
    খাজনা দিতে পারতেছেন না কেন ?
    নতুন মুভি সার্ভার কবে খুলবে ?
    আসলে ভূমি অফিসের কাজ সম্পূর্ণ সচল আছে। কিন্তু হেড তহশিল অফিস এবং সাব তহশিল অফিসের মধ্যে সাপ তহশিল অফিসের কার্যক্রম গুলো বন্ধ আছে। সেজন্যই আপনার ভূমি অফিসের কাজ বন্ধ আছে। কারণ আপনি যখন নামজারির আবেদন করবেন তখন সেটা যাবে সপ্তর্ষি অফিস বা হেড তহশীল অফিসে। কিন্তু হেড তহশিল অফিসের কাজ হলেও সব তহশিল। অফিসের কাজ গুলো হচ্ছে না যেগুলো হেড তহশিল অফিস ছিল সেখানে তহশিলদার বানায় ব্রা ইতিমধ্যে প্যানেলগুলো পেয়ে গেছেন কিন্তু যেগুলো সব তহশিল অফিস সেখানে নায়েব তহশিলদার।এখনও পর্যন্ত প্যানেল পায়নি। সেই জন্যই মূলত আপনি আপনার ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন না।যাঁরা হেড তহশিল অফিসের অধীনে নামজারি করছেন তাঁরা চাইলে এখনই আপনার নামজারি সম্পন্ন করতে পারেন। আপনি আপনার নথিপত্র নিয়ে তহশীল অফিসে যান। তারপর তহশিলদার বানায়৷ সেটা ভেরিফাই করে আপনার ভূমি অফিসে আপনার যে আবেদন সেটা প্রেরণ করবেন আপনি ভূমি অফিসে গিয়ে বা এসিল্যান্ড অফিসে গিয়ে আপনার বাকি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। কিন্তু এখন সার্ভারে কখনও ফাইল আপলোড হচ্ছে না কখনও এনআইডি তথ্য নিচ্ছে না কিছু কিছু এরর আসছে আপনারা চেষ্টা করুন পারবেন এই নিয়মই করতে হবে, কিন্তু অনেক সময় হচ্ছে।অনেক সময় হচ্ছে না। এটার সমাধান ইনশাআল্লাহ। খুব শিগগির করে দেওয়া হবে। ভূমি মন্ত্রণালয়ের একটি এক্সপার্ট টিম কাজ করছে। আপনারা যে সমস্যাগুলো ফেস করছেন সেগুলো সবই সমাধান করার চেষ্টা হচ্ছে। আশা করি খুব দ্রুত সকল কার্যক্রম স্বাভাবিক হবে।তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনাদের বুঝতে পেরেছি ভূমি অফিসের সার্ভার এবং ভূমি অফিসের কার্যক্রম সম্পূর্ণ সচল আছে। সংস্থা বা প্রতিষ্ঠানের নামে কী ভাবে নামজারি করবেন সেটা নিয়ে অনেক প্রশ্ন করছেন। তাই আমি এই ভিডিওতে আপনাদের বলছি সংস্থার আবেদন বা সংস্থার নামে নামজারি আমরা জানতাম বা আগে দেখেছি যে নামজারির প্রোফাইল থেকে করা যেত ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে। কিন্তু এখন পূর্বের মতো সিস্টেম নেই সংস্থার আবেদন বা নামজারী করার জন্য সর্বপ্রথম একটি সংস্থার অ্যাকাউন্ট খুলতে হবে।যা আপনি খুলতে পারবেন। আর যদি না পারেন কীভাবে খুলবেন সেটা নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেবো। আপাতত এটুকু জানুন যে সংস্থার আবেদন করতে হলে একটি সংস্থার অ্যাকাউন্ট খোলার প্রয়োজন। প্রতিনিধি আবেদন করার ব্যাপারটা নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি। অনেকে বুঝতে পারেননি তাই নতুনভাবে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের দেব। ভিডিওটি এখানেই শেষ করছি। ভবিষ্যতে যদি কোনও পরিবর্তন আসে আমি নিশ্চয়ই আপনাদের অবগত করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে।তাহলে চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোন জিজ্ঞাসা বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ।

Комментарии • 25